কয়েকটি পত্রিকায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (৮ মে ২০১৫)
সম্প্রতি কয়েকটি পত্রিকায় নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য বলে কিছু বক্তব্য ছাপানো হয়েছে। ৫ মে ২০১৫ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেছেন বলে পত্রিকাগুলো জানিয়েছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বলে যেসব কথা ছাপানো হয়েছে তাতে আমরা
ব্যথিত, কারন এই বক্তব্যগুলো শুধু অসত্যই নয়, উদ্দেশ্য প্রণোদিতও। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী
প্রকৃতপক্ষেই এ ধরনের কোন মন্তব্য করেননি; তবে যেহেতু তাঁরই নামে বক্তব্যগুলো ব্যাপকভাবে প্রচারিত
হয়েছে, তাই ইউনূস সেন্টার থেকে এর প্রতিটিরই জবাব দেয়া প্রয়োজন বলে মনে করছি।
মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য (পত্রিকায় যেভাবে প্রচারিত হয়েছে)ঃ আমার সাথে বিরোধের জের ধরে ড. ইউনূস
হিলারী ক্লিনটনকে দিয়ে বিশ্ব ব্যাংকে ফোন করিয়ে পদ্মা সেতুর জন্য তহবিল বাতিল করিয়েছেন। তিনি দেশের
ক্ষতি করেছেন।
আমাদের বক্তব্যঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগেই এ ধরনের অভিযোগের জবাবে প্রফেসর মুহাম্মদ ইউনূস
তাঁর বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের দীর্ঘ দিনের স্বপড়ব এবং এই
স্বপড়ব বাস্তবায়নে তিনি কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেন না। ফলে প্রফেসর ইউনূস কর্তৃক হিলারী ক্লিনটনের
প্রভাব খাটিয়ে পদ্মা সেতুর ঋণ বাতিল করার প্রশড়বই আসে না। বাংলাদেশের মানুষের  বিরুদ্ধে এ ধরনের
কাজ তিনি কখনোই করতে পারেন না। এটা দুঃখজনক যে, কোন রকম প্রমাণ ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রী এ
ধরনের একটি বক্তব্য দিতে পারেন।
প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের কল্যাণে বিভিনড়ব প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে তাঁর সারাটি জীবন উৎসর্গ
করেছেন। তাঁর কাজ ও অবদান সারা বিশ্বে সমাদৃত হয়েছে এবং নোবেল পুরষ্কারসহ অগণিত স্বীকৃতি লাভ
করেছে। তিনি সবসময় বাংলাদেশের স্বার্থ ও সাফল্যের জন্য কাজ করেছেন এবং এই দেশকে উনড়বয়ন ও দারিদ্র
বিমোচনের একটি মডেল হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে কাজ করে গেছেন। তিনি দেশের ক্ষতি করছেন,
এ ধরনের কোন কথা অত্যন্ত দূর্ভাগ্যজনক।
পত্রিকার তথ্য মোতাবেক, গ্রামীণ মৎস ও পশুসম্পদ ফাউন্ডেশনের উপর পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন,
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি উপস্থাপনার সময়ে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই
উপস্থাপনায় গ্রামীণ মৎস ও পশুসম্পদ ফাউন্ডেশনের পদ্ধতি দরিদ্রদের সহায়তা করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ
করা হয়।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications