জাপান ইউনূস সামাজিক ব্যবসার যাত্রা শুরু হতে যাচ্ছে

 

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (৮ অক্টোবর ২০১৫):

প্রফেসর ইউনূস একদল তরুণ জাপানী উদ্যোক্তা দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা কোস্পানী তোমোনি কর্পোরেশনের পরিচালনা পরিষদের একটি সভায়ও অংশগ্রহণ করেন। তারা জাপানে ইউনূস সামাজিক ব্যবসা জাপান প্রতিষ্ঠা করছে। এরা বিশ্বব্যাপী ইউনূস সামাজিক ব্যবসা কোম্পানীগুলোর নেটয়োর্কের অংশ হিসেবে জাপানে ও জাপানের বাইরে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত। ইউনূস সামাজিক ব্যবসা নেটয়োর্কের সদর দপ্তর জার্মানীর ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। জাপানের এই তরুণ উদ্যোক্তাদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, নভেম্বর ৪-৫ তারিখে বার্লিনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে প্যারেন্ট কোম্পানীর সাথে একটি চুক্তির মাধ্যমে ইউনূস সামাজিক ব্যবসা জাপানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তারা ইউনূস সামাজিক ব্যবসা উগান্ডার সাথে যৌথভাবে একটি কৃষি কোম্পানী প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করার জন্য প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে আসেন। উল্লেখ্য যে, কলম্বিয়ায় আালু উৎপাদনে বিশেষায়িত বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানী কানাডার ম্যাককেইন ও ইউনূস সামাজিক ব্যবসা কলম্বিয়া অনুরূপ একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করেছে।

৮ অক্টোবর প্রফেসর ইউনূস টোকিওর রপ্পনগিতে ওয়াইওয়াই (ইউনূস এন্ড ইয়ুথ) সোস্যাল বিজনেস ডিজাইন কনটেষ্ট ২০১৫-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কিউশু বিশ্ববিদ্যালয়ের ইউনূস এন্ড শিকি সোস্যাল বিজনেস রিসার্চ সেন্টার এই প্রতিযোগিতার আয়োজন করে। এটি ছিল তাদের ৪র্থ বার্ষিক প্রতিযোগিতা। ১০০ জনেরও বেশী শিক্ষক, ব্যবসায়ী নেতা ও ছাত্রদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ৮টি শ্রেষ্ঠ প্রকল্প উপস্থাপন করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ী টিমকে ট্রফি ছাড়াও বার্লিনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কলারশীপ দেয়া হয়।

এছাড়াও প্রফেসর ইউনূস সাস্যাল বিজনেস একাডেমিয়ার জাপান চ্যাপ্টারের একটি সভায় অংশ নেন এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৩২ জন শিক্ষবিদকে সামাজিক ব্যবসার উপর শিক্ষাদান বা গবেষণার সাথে যুক্ত শিক্ষাবিদদের নেটওয়ার্কের সর্বশেষ অগ্রগতি বিষয়ে অবহিত করেন। বার্লিনে সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের ঠিক আগে একই স্থানে ৩-৪ নভেম্বর তারিখে এই একাডেমিয়া নেটওয়ার্কের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications