ওয়াসফিয়া নাজরীনকে প্রফেসর মুহাম্মদ ইউনূসের অভ্যর্থনা

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২৪ ডিসেম্বর ২০১৫):

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বাংলাদেশের কৃতি পর্বতারোহী ওয়াসফিয়ানাজরীনকে ইউনূস সেন্টারে অভ্যর্থনা জানান। ওয়াসফিয়া তাঁর ৭ মহাদেশের ৭ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়েরকর্মসূচি সফলভাবে সমাপ্ত করায় প্রফেসর ইউনূস তাঁকে অভিনন্দন জানান। ওয়াসফিয়া মাউন্টএভারেষ্টের তুষার গলা পানি সহ এই ৭টি পর্বতচূড়ায় তাঁর ওড়ানো পতাকাটি প্রফেসর ইউনূসকে উপহারদেন। ইউনূস সেন্টার এই উপলক্ষ্যে ওয়াসফিয়ার সাথে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র-ছাত্রীদের ও ইউনূস সেন্টারের ষ্টাফদের একটি সাক্ষাতেরও আয়োজন করে যেখানে ওয়াসফিয়াকে প্রশ্নকরার ও তাঁর নিকট থেকে তাঁর রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সরাসরি শোনার সুযোগ ঘটে।

 

 

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications