x মালয়েশিয়ার পেরাক রাজ্যের মূখ্যমন্ত্রী ও প্রফেসর মুহাম্মদ ইউনূসের মধ্যে সামাজিক ব্যবসা ক্ষে

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৪ জানুয়ারী ২০১৫ ):

মালয়েশিয়ার পেরাক রাজ্যের মূখ্যমন্ত্রী ড. জামব্রি বিন আব্দুল কাদির অদ্য ইউনূস সেন্টার পরিদর্শণ করেন এবংনোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ড. জামব্রির সঙ্গে ছিলেন ৪৬ সদস্য বিশিষ্টএকটি প্রতিনিধিদল। তাঁর রাজ্যে সামাজিক ব্যবসা চালু করতে দীর্ঘদিন ধরে আগ্রহী পেরাক রাজ্যের মূখ্যমন্ত্রীপ্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎকালে পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও তাঁর রাজ্যে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠাবিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

 

সভায় আলোচনাকালে প্রফেসর ইউনূস বলেন যে, বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা যেসব সমস্যা তৈরী করেছে তাথেকে মুক্তি পেতে হলে অর্থনৈতিক তত্ত্বের একটি সম্পূর্ণ নতুন কাঠামো গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশকরেন যে, মালয়েশিয়ান রাজ্য পেরাক তার চ্যারিটি-ভিত্তিক কিছু কর্মসূচিকে সামাজিক ব্যবসায়ে রূপান্তর করতেকাজ করবে।

 

পেরাক রাজ্য সরকারের পাবলিক পলিসি সংক্রান্ত থিংক ট্যাংক ইনষ্টিটুট দারুল রিদজুয়ান (আইডিআর) এবংপেরাক রাজ্যে দারিদ্র দূরীকরণ কাজে নিয়োজিত অলাভজনক প্রতিষ্ঠান ইয়াইয়াসান বিনা উপায়া দারুলরিদজুয়ান (ওয়াইবিইউ) পেরাক রাজ্যে সামাজিক ব্যবসা এগিয়ে নিতে ইউনূস সেন্টারের সাথে আজ সমঝোতাচুক্তিও স্বাক্ষর করে।

 

মালয়েশিয়ার পেরাক রাজ্যের মূখ্যমন্ত্রী ড. জামব্রি বিন আব্দুল কাদির ও ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসরমুহাম্মদ ইউনূস স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানই পেরাক রাজ্যেরসামাজিক সমস্যা মোকাবেলায় সামাজিক ব্যবসাকে এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। ইনষ্টিটুট দারুলরিদজুয়ান (আইডিআর)-এর প্রধান নির্বাহী ড. মাজালান কামিস ও ইয়াইয়াসান বিনা উপায়া দারুল রিদজুয়ান(ওয়াইবিইউ)-এর প্রধান নির্বাহী হামজারুল হাজমির হামদান সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

মূখ্যমন্ত্রী ড. জামব্রি প্রফেসর ইউনূসকে পেরাকের ইপহ্ রাজ্যের “প্যাংকর ডায়ালগ” সম্মেলনে প্রধান অতিথিহিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। “প্যাংকর ডায়ালগ” এই রাজ্যে প্রতি বছর অনুষ্ঠিত একটি সংলাপ অনুষ্ঠানযা আত্ম-নির্ভরতা ও অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তিতে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক আলোচনা সংগঠিত ওউৎসাহিত করে থাকে

ছবি ক্যাপশন-১

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার পেরাক রাজ্যের মূখ্যমন্ত্রী ড. জামব্রি বিন আব্দুলকাদিরকে পেরাক রাজ্য সরকারের পাবলিক পলিসি সংক্রান্ত থিংক ট্যাংক ইনষ্টিটুট দারুল রিদজুয়ান(আইডিআর) ও ইউনূস সেন্টারের মধ্যে ঢাকায় ১৪ জানুয়ারী ২০১৬ তারিখে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেখাযাচ্ছে। একই দিন পেরাক রাজ্যে দারিদ্র দূরীকরণ কাজে নিয়োজিত অলাভজনক প্রতিষ্ঠান ইয়াইয়াসান বিনাউপায়া দারুল রিদজুয়ান (ওয়াইবিইউ) পেরাক রাজ্যে সামাজিক ব্যবসা এগিয়ে নিতে ইউনূস সেন্টারের সাথেসমঝোতা চুক্তি স্বাক্ষর করে। ইউনূস সেন্টারের প্রধান নির্বাহী জনাব লামিয়া মোর্শেদ, ইনষ্টিটুট দারুল রিদজুয়ান(আইডিআর)-এর প্রধান নির্বাহী ড. মাজালান কামিস ও ইয়াইয়াসান বিনা উপায়া দারুল রিদজুয়ান (ওয়াইবিইউ)-এর প্রধান নির্বাহী হামজারুল হাজমির হামদান সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবিঃ নাসির আলি মামুন/ ইউনূস সেন্টার

 

ছবি ক্যাপশন-২

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার পেরাক রাজ্যের মূখ্যমন্ত্রী ড. জামব্রি বিন আব্দুল কাদিরইউনূস সেন্টার ও পেরাক রাজ্য সরকারের পাবলিক পলিসি সংক্রান্ত থিংক ট্যাংক ইনষ্টিটুট দারুল রিদজুয়ান(আইডিআর)-এর পক্ষে ১৪ জানুয়ারী ২০১৬ তারিখে ইউনূস সেন্টারে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। ছবিঃ নাসির আলি মামুন/ ইউনূস সেন্টার

ছবি ক্যাপশন-৩

মালয়েশিয়ার পেরাক রাজ্যের মূখ্যমন্ত্রী

 

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications